ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ আটক ৩, ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

প্রকাশিত : ১৪:৪৬, ১৭ জুলাই ২০১৬ | আপডেট: ১৪:৪৬, ১৭ জুলাই ২০১৬

গুলশানে হলি আর্টিজান রেস্টুেেরন্ট হামলায় জড়িতের বাড়ি ভাড়া দেয়া ও তথ্য গোপনের অভিযোগে আটক নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ ৩ জনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে। তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ। গতকাল সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। নর্থসাউথ হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক এস এম গিয়াস উদ্দিন আহসান, তার ফ্ল্যাটের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান ও ভাগ্নে আলম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করেছে গোয়েন্দা পুলিশ। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে গুলশান হামলার বিষয়ে বিস্তারিত অনুসন্ধান করা হবে বলে জানানো হবে। এদিকে, গতরাতে একই ঘটনায় সন্দেহভাজন আরো একজনকে রাজধানীর শেওড়াপাড়া থেকে হ্যান্ড গ্রেনেড ও কালো ইউনিফর্মসহ আটক করেছে  গোয়েন্দা পুলিশ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি