ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নর্থ ওয়েস্ট পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে চাকরি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৬, ১৫ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

রাজশাহী ও রংপুর বিভাগে জনবল নিয়োগ দেবে নর্থ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীন প্রতিষ্ঠানটি প্রোগ্রামার/ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ দেবে।

তিন বছরের জন্য এ নিয়োগ দেওয়া হবে। তবে কাজে দক্ষতা দেখাতে পারলে প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী স্থায়ী করে নেওয়া হবে।

আবেদনের যোগ্যতা
স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে সিআইএস/সিএসই বিষয়ে স্নাতক পাস শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে এমবিএ/এম.এসসিদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ক্ষেত্রে যেকোনো পাবলিক পরীক্ষায় দুটিতে প্রথম শ্রেণি বা সমমান সিজিপিএ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রার্থীর কমপক্ষে আট বছরের অভিজ্ঞতাও লাগবে।

বেতন
প্রতিষ্ঠানটির নীতি অনুযায়ী গ্রেড ৬-এর বেতনসহ অন্যান্য সুযোগ-সুবিধাও দেওয়া হবে।



আবেদন প্রক্রিয়া
জীবনবৃত্তান্ত, তিন কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের ছবি, সব সনদপত্রের সত্যায়াতি কপি, জাতীয় পরিচয়পত্রসহ এনভেলপের উপরে পদের নাম উল্লেখ করে আবেদন করতে হবে। আবেদন করার ঠিকানা : জিপিও বক্স নং ০৪, রাজশাহী।

আবেদনের শেষ তারিখ
আগামী ২৭ আগস্টের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।  
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি