নর্দান মেডিকেল কলেজে নিয়োগ
প্রকাশিত : ১৫:১২, ১ নভেম্বর ২০১৭
রংপুরের বেসরকারি নর্দান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে জনবল নিয়োগ দেওয়া হবে। ৭ পদে ৪৬ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহ থাকলে আপনিও আবেদন করতে পারেন নর্দানে।
পদের নাম ও পদসংখ্যা:
১) অধ্যক্ষ বা অধ্যাপক বা সহযোগী অধ্যাপক বা সহকারী অধ্যাপক- ১৬ জন
সার্জারী,মেডিসিন, গাইনী এন্ড অবস, অর্থপেডিক্স, কার্ডিওলজী, ইউরোলজী, সাইক্রয়াট্রি, চর্ম ও যৌন, রেডিওলজিী ও ইমেজিং , এনাটমি, ফিজিওলজী, বায়োকেমিষ্ট্রি, প্যাথলজী, মাইক্রোবায়োলজী, ফার্মাকোলজী এবং ফরেনসিক মেডিসিন প্রতি বিভাগে ০১ জন করে নিয়োগ দেয়া হবে।
যোগ্যতা
স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং পাবলিক সার্ভিস কমিশনের নীতিমাল অনুযায়ী।
২) প্রভাষক-৮ জন
এনাটমি, ফিজিওলজী, বায়োকেমিষ্ট্রি, ফার্মাকোলজী, প্যাথলজী, কমিউনিটি মেডিসিন, মাইক্রোবায়োলজী এবং ফরেনসিক মেডিসিন প্রতি বিভাগে ০১ জন করে নিযোগ দেয় হবে।
যোগ্যতা
এম.বি.বি,এস ( অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণকে আগ্রধীকার দেয়া হবে)
৩) আরএস-০২ জন
অবস এবং গাইনী প্রতি বিভাগে ০১ জন করে ।
যোগ্যতা
এম.বি.বি.এস ডিগ্রিসহ স্ব-স্ব বিভাগে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৪) রেজিষ্ট্রার বা সহকারী রেজিষ্ট্রার বা আইএমও-০৬ জন
মেডিসিন, অর্থপেডিক্স, পেডিয়াট্রিক্স, সার্জারী, ইএনটি, অব্স এবং গাইনী প্রতি বিভাগে ০১ জন করে।
যোগ্যতা
এম.বি.বি.এস, আইএমও ও প্রভাষক পদে (অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে)।
৫) আইএমও বা ইএমও বা এমও -১০ জন
মেডিসিন, সার্জারী, শিশু, অর্থপেডিকস এবং ই.এন.টি বিভাগে তাদের নিয়োগ দেয়া হবে।
যোগ্যতা
এম.বি.বি.এস ডিগ্রিসহ অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।
৬) প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা- ০১ জন
সিএ পাশ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
৭) নার্স-০৩ জন
যোগ্যতা
এন.আই.সি.ইউ বিভাগে কমপক্ষে ০১ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন
আলোচনা সাপেক্ষে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীগণকে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, অভিজ্ঞতা সনদপত্রের কপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ (তিন) কপি রঙ্গীন ছবি সংযুক্ত করতে হবে, মোইল নম্বর এবং পূর্ণ জীবন-বৃত্তান্তসহ প্রতিষ্ঠানটির ঠিকানায় পাঠাতে হবে। খামের উপর পদের নাম লিখতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), নর্দান(প্রাঃ) মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, মেডিকেল পূর্ব এলাক, ধাপ, রংপুর ।
আবেদনের শেষ সময়
১৫ নভেম্বর, ২০১৭ ।
যোগাযোগের জন্য মোবাইল নাম্বার-০১৭২৩২৪৭৫২২।
/ এম / এআর
আরও পড়ুন