ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

নাইজেরিয়ার কাছে বিধ্বস্ত আর্জেন্টিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৬, ১৫ নভেম্বর ২০১৭ | আপডেট: ১১:০৬, ১৫ নভেম্বর ২০১৭

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নাইজেরিয়ার কাছে বিধ্বস্ত হয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসিবিহীন আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়েছে সুপার ঈগলরা।

মঙ্গলবার দিবাগত রাতে রাশিয়ার ক্রসনাধারের স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। মেসি না থাকলেও দলে ছিলেন অন্য সিনিয়র খেলোয়াড়রা। ম্যাচে আর্জেন্টিনার শুরুটাও হয়েছিলো দুর্দান্ত। ২৭ মিনিটে ইভার ভানেগার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন আগের ম্যাচের নায়ক সার্জিও অ্যাগুয়েরো। আর এ গোলের মধ্য দিয়ে গোল সংখ্যায় কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনাকে ছাড়িয়ে যান তিনি।

দুই গোল পিছিয়ে পড়েও হাল ছাড়েনি নাইজেরিয়া। দুর্দান্ত আক্রমণে আর্জেন্টিনাকে কোনঠাসা করে দেয় তারা। ৪৪ মিনিটে কেলেচি ইহিয়েনাচোর ফ্রি কিক থেকে পাওয়া গোলে ব্যবধান কমায় সুপার ঈগলরা। ৫২  মিনিটে আলেক্স আইয়োবির গোলে ম্যাচে ২-২-এ সমতা ফিরে।

ঠিক দুই মিনিট পর আর্জেন্টিনার জালে তৃতীয়বার বল পাঠান ব্রিয়ান ইডোউ। গোলরক্ষক অগাস্টিন মার্চেসিনকে ফাঁকি দিয়ে বলটি জালে জড়াতে মোটেও ভুল করেননি তিনি। ৭৩ মিনিটে আর্জেন্টিনার কফিনে শেষ পেরেকটি ঠুকেন এলেক্স আইয়োবি। ম্যাচে এটি তাঁর দ্বিতীয় গোল।

ম্যাচের বাকি সময় আর গোল না হলে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নাইজেরিয়া।

সূত্র : গোলডটকম

এমআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি