ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৫, ১৮ জানুয়ারি ২০১৮

নাইজেরিয়ায় পৃথক দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৬৫ জন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত এ ঘটনার দায় কেউ স্বীকার করেনি।

জানা যায়, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় মাইদুগুরি শহরের বোর্নো স্টেটের একটি এলাকায় শক্তিশালী দুটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। ওই এলাকার অধিকাংশই শরণার্থী বলে জানা গেছে।

নাইজেরিয়ার বোর্নো প্রদেশের স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এসইএমএ) জানিয়েছে, বুধবার সন্দেহভাজন বোকো হারাম সংগঠনের সদস্যরা ওই হামলা চালিয়েছে। তবে বোকো হারাম ওই হামলার ঘটনা স্বীকার করেনি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চার মহিলা ওই আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে। স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এসইএমএ) এর মুখপাত্র ইব্রাহীম জানিয়েছেন, ঘটনার পর কমপক্ষে ৬৫ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা গেছে, ২০০৯ সাল থেকেই বোর্নো প্রদেশে সহিংসতা শুরু করে সন্ত্রাসীরা। তবে বোকো হারাম জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে ওই এলাকায় কিছুদিন ধরে অভিযান চালিয়ে আসছে নাইজেরিয়ার সেনাবাহিনী। তার পরেও বোকো হারামের পরিস্থিতি শিথিল হচ্ছে না। সন্ত্রাসীদের হামলার শিকার হচ্ছেন বেসামরিক নাগরিক এবং সেনাবাহিনীর সদস্যরা।

এর আগে একই স্থানে ২০১৪ সালের ২ মার্চ জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। সেনাবাহিনীর ওই কর্মকর্তা জানিয়েছেন, গত নয় বছরে ২০ হাজারের বেশি মানুষ ওই এলাকাতে নিহত হয়েছেন।

সুত্র: ভয়েস অব আমেরিকা, আল-জাজিরা
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি