ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

নাগরিকত্ব আইন- ২০১৬’র চূড়ান্ত অনুমোদন

প্রকাশিত : ১৬:১৯, ১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২০:০১, ১ ফেব্রুয়ারি ২০১৬

মিথ্যা তথ্য দিয়ে দ্বৈত নাগরিকত্ব নিলে এক লাখ টাকা জরিমানা অথবা ৫ বছর কারাদন্ড কিংবা উভয় দন্ডের বিধান রেখে বাংলাদেশ নাগরিকত্ব আইন- ২০১৬’র খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।সার্কভুর্ক দেশ ও মিয়ানমারে দ্বৈত নাগরিকত্ব থাকছে না। citizenসোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নাগরিকত্ব আইন ২০১৬’র খসড়ার চ’ড়ান্ত অনুমোদন করা হয়।  বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে বলেন, নিষিদ্ধ ঘোষিত রাষ্ট্র ছাড়া যে সব দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আছে কিংবা গেজেট দ্বারা নিষিদ্ধ করা হয়নি, এমন দেশে দ্বৈত নাগরিকত্ব নিতে পারবেন বাংলাদেশীরা। তবে, বিচারপতি, সংসদ সদস্য, সাংবিধানিক পদে থাকা ব্যক্তি, বিভিন্ন বাহিনীসহ প্রজাতন্ত্রে কর্মরত ব্যক্তি দ্বৈত নাগরিকত্ব নিতে পারবেন না। তবে যুদ্বপরাধী কিংবা তাদের পরিবারের পাকিস্তান এবং বাংলাদেশে দ্বৈত নাগরিকত্ব বহাল থাকবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রীপরিষদ সচিব জানান, বিষয়টি আইনে উল্লেখ নেই। বিদেশী নাগরিকদের ক্ষেত্রে বৈবাহিক সূত্রে নাগরিকত্ব,বাংলাদেশে জন্মগ্রহন, বা বাংলাদেশের কোনো দূতাবাস বা জাহাজ কিংবা বিমানে জন্মগ্রহন,বাংলাদেশী নাগরিকদের সন্তান ও তাদের সন্তান স্থায়ীভাবে বসবাসের সুযোগ চেয়ে আবেদন করেছেন তারা নাগরিকত্ব নিতে পারবে। এছাড়া  দেশের জন্য বিশেষ অবদানের জন্য সন্মানসূচক নাগরিকত্ব দেয়ার বিধান রয়েছে বলেও জানান মন্ত্রী পরিষদ সচিব।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি