ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

নাগরিক সুবিধা বঞ্চিত গাজীপুরের ১৫ ওয়ার্ডের বাসিন্দারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৭, ২১ এপ্রিল ২০১৮ | আপডেট: ১২:২৮, ২২ এপ্রিল ২০১৮

গাজীপুর সিটি করপোরেশন হওয়ার পাঁচ বছর পরও বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত সাবেক টঙ্গী পৌরসভার ১৫টি ওয়ার্ডের বাসিন্দারা। ড্রেনেজ ও রাস্তাঘাট সংস্কার না হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই সব এলাকার বাসিন্দাদের। এছাড়া, রয়েছে মাদকের রমরমা বাণিজ্য। আসন্ন সিটি নির্বাচনে প্রার্থীরা প্রতিশ্রুতির ঢালি সাজালেও ভোটাররা কষছেন নানা হিসেব-নিকেশ।   

২০১৩ সালের ১৬ জানুয়ারি গাজীপুর সিটি করপোরেশনের যাত্রা শুরু হলে টঙ্গী পৌরসভা এর অন্তর্ভুক্ত হয়। বর্তমানে ১৫টি ওয়ার্ড ও ৫টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ৮শ’ ৭২ জন।

গত পাঁচ বছরে রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নতি না হওয়ায় দুর্ভোগ কমেনি নগরবাসীর। এই বাস্তবতায় ১৫ মে’র নির্বাচনে প্রার্থী বাছাই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ভোটারদের কাছে।  

আধুনিক ও যুগোপযোগী সেবা নিয়ে এগিয়ে আসবেন নতুন জনপ্রতিনিধিরা এমনটাই প্রত্যাশা নগরবাসীর।

একে//এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি