ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

নাগাল্যান্ডে কংগ্রেস ‘জিরো’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩০, ৩ মার্চ ২০১৮ | আপডেট: ১৯:২৮, ৩ মার্চ ২০১৮

ভারতীয় কংগ্রেসে হিরো বনে যাওয়া রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস নাগাল্যান্ড নির্বাচনে ‘জিরো’ বনে গেল। এবারের নির্বাচনে একটি আসনেও জয় পায়নি মহাত্মা গান্ধীর উত্তরসূরি এ দলটি। বিজেপি ঝড়ে পুরোই যেন টালমাটাল অবস্থা কংগ্রেসসহ অন্যান্য দলগুলোর।

নাগাল্যান্ড নির্বাচনে ৬০ আসনের ৩১টিতে জয় পেয়েছে বিজেপি-এনডিপিপি জোট। এনপিএফ পেয়েছে ২৭টি। এ ছাড়া দুইটি আসন পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। সরকার গঠন করতে হলে ৩১ আসনে জয় পেতে হতো কোন দলকে। তাই ৩১ আসন নিয়ে নাগাল্যান্ডে সরকার গঠন করবে বিজেপি-এনডিপিপি জোট।

নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন, নাগাল্যান্ড নির্বাচনে প্রথমবারের মতো নির্বাচনে জয়ী হলে নাগাল্যান্ডের খিষ্টান ধর্মাবলম্বীদের সবাইকে বিনা খরচে জেরুজালেমে সফর করানো হবে। এতে নাগাল্যান্ডের ভোটারদের কাছে টানতে পেরেছেন মোদি, এমন কথাও বলছেন অনেকে। উল্লেখ্য, নাগাল্যান্ডের অধিকাংশ মানুষই খ্রিষ্টান ধর্মাবলম্বী।

সূত্র: জি নিউজ
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি