ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

নাটকীয় জয়ে সেমি ফাইনালে ইংল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৪, ১৯ নভেম্বর ২০১৮

নাটকীয়ভাবে ক্রোয়েশিয়াকে হারিয়ে উয়েফা নেশনস লিগের সেমি ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। রবিবার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ২-১ গোলের জয় পেয়েছে স্বাগতিকরা। এর আগে প্রথম দল হিসেবে সেমি ফাইনালে উঠেছে পর্তুগাল।
আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা হলেও প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। খেলার ৫৭ মিনিটে প্রথমে গোলে দেখা পায় ক্রোয়েটরা। ইংলিশ রক্ষণকে ফাঁকি দিয়ে বল জালে পাঠান ক্র্যামারিচ।
এরপরই ইংল্যান্ডের ত্রাতা হয়ে আসেন লিনগার্ড। বদলি খেলোয়াড় হিসেবে নেমেই মাত্র ৫ মিনিটের মাথায় দলকে সমতায় ফেরান এই ইংলিশ মিডফিল্ডার। ৮৫ মিনিটে হ্যারি কেনের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি