ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

নাটোরে নৌকা বাইচ অনুষ্ঠিত (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৬, ২৯ সেপ্টেম্বর ২০১৮

নাটোরের সিংড়ায় আত্রাই নদীতে হয়ে গেলো চলনবিল নৌকা বাইচ। গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা দু’পাড়ে ভিড় করে অসংখ্য মানুষ। বসে গ্রামীণ মেলাও।

আত্রাইয়ের দু’পাড়ে যেন উৎসবের আমেজ। নাটোর ও আশপাশের জেলা থেকে ১২টি নৌকা অংশ নেয় প্রতিযোগিতায়। দূর-দূরান্ত থেকে নানা বয়সের মানুষ আসে নৌকা বাইচ দেখতে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উদ্যোগে এই আয়োজন। তিনি বলেন, মাদক, জঙ্গি, মৌলবাদ ও অপসংস্কৃতি মোকাবেলায় সুস্থ বিনোদন চর্চার বিকল্প নেই।

প্রতিযোগিতায় প্রথম হয় সিরাজগঞ্জের বিজয় বাংলা দল। নৌকা বাইচকে ঘিরে আত্রাইয়ের পাড়ে বসে মেলাও।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি