ঢাকা, শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫

নাটোরে পুকুর থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৯, ১৯ আগস্ট ২০২২

নাটোরে একটি পুকুর থেকে অজ্ঞাত এক বৃদ্ধার (৬০) ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস সদস্যরা।

শুক্রবার সকালে শহরের আলাইপুর এলাকায় দারুস সালাম জামে মসজিদের পিছনের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাতে পুকুরের পানিতে কেউ পড়ে গেছে এমন একটা সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা যান। কিন্তু সেখানে কাউকে দেখতে না পেয়ে ফিরে যান তারা। পরে শুক্রবার সকালে স্থানীয়রা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে পুলিশ প্রাথমিক সুরৎহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সে কারণে ময়না তদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যাবে না বলে পুলিশ জানায়। তবে এই বৃদ্ধা কোথায় থেকে কিভাবে এখানে এলো তার তদন্ত শুরু করা হয়েছে এবং বৃদ্ধার পরিচয় সনাক্তকরণে কাজ করা হচ্ছে। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি