ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নাটোরে শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০৮, ৪ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

নাটোরের বাগাতিপাড়ায় সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের দায়ে মোঃ দুলাল হোসেন নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন আদালত।

৪ সেপ্টেম্বর বুধবার নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেছেন।

সাজাপ্রাপ্ত দুলাল হোসেন বাগাতিপাড়া উপজেলার চাইপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে। ভিকটিম রাজশাহী
জেলার চারঘাট উপজেলার মৌলভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

নাটোর জজকোর্টের পিপি আনিসুর রহমান জানান, ২০১১ সালের ২ জুলাই আসামি দুলাল হোসেন ভিকটিমকে পেয়ারা খাওয়ানোর নাম করে তার বাড়ি চাঁইপাড়াতে নিয়ে যায়। সেখানে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায় সে। এ সময় বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে শিশুটি। এরপরে শিশুটির মা-বাবা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি
করে।

এ ঘটনায় শিশুটির দাদা বাদী হয়ে পরের দিন ৩ জুলাই বাগাতিপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার ১৩ বছর পর মামলার সাক্ষ্য গ্রহণ এবং শুনানি অন্তে আজ ৪ সেপ্টেম্বর আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়।
 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি