নাট্যশালায় আজ ‘জবর আজব ভালোবাসা’
প্রকাশিত : ১২:৩৯, ৫ জুলাই ২০১৭ | আপডেট: ১১:৫৮, ৬ জুলাই ২০১৭
ছবি : ওয়েবসাইট থেকে নেয়া
নাটক পাড়া-খ্যাত রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালায় আজ মঞ্চস্থ করতে যাচ্ছে নতুন নাটক `জবর আজব ভালোবাসা’। নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে থিয়েটারওয়ালা রেপার্টরি মঞ্চস্থ হবে নতুন এ নাটক। আজ শুরু হয়ে এটি চলবে আগামীকালও।
তিনটি চরিত্রে সাজানো প্রযোজনাটির রূপান্তর ও নির্দেশনা দিচ্ছেন সাইফ সুমন। অন্তন চেখভের নাটক অবলম্বনে এটি অনুবাদ করেছেন মোবারক হোসেন খান।
নাটকে তিনটি চরিত্রে অভিনয় করবেন দেশের শীর্ষ তিনটি নাট্যদলের মেধাবী তিনজন অভিনয়শিল্পী। তারা হলেন- রিয়াজ হোসেন (থিয়েটার আর্ট ইউনিট), সংগীতা চৌধুরী (নাট্যকেন্দ্র), রামিজ রাজু (প্রাঙ্গণেমোর)। নাটকের নির্দেশক থিয়েটার আর্ট ইউনিটের সাইফ সুমন।
//আর
আরও পড়ুন