নাট্য সম্মাননা পেলেন তরু শাহরিয়ার
প্রকাশিত : ১৮:৩৯, ৩ মার্চ ২০১৯
প্রজন্মের তরুণ নাট্য তুর্কী, বাচিক শিল্পী, ফোর্ডহাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক তরু শাহরিয়ার স্বর্গ শহীদ সুফী নাট্যচক্র সম্মাননা ২০১৯ এ ভূষিত হলেন।
এক আড়ম্বর পূর্ণ আয়োজনের মাধ্যমে সম্মাননা স্মারক তুলে দেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও শহীদ সুফী নাট্য চক্রের সম্পাদক শেখ ফরিদ আহমেদ।
ফরিদপুরের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন শহীদ সুফী নাট্য চক্র তিনদিন ব্যাপী মঞ্চ নাট্য উৎসব ২০১৯ উপলক্ষে এ বিশেষ সম্মাননার আয়োজন করে। বিগত ২২ বছর ধরে এ সৃজনশীল নাট্য দল কাজ করে চলেছে। তরু শাহরিয়ার স্বর্গকে নাট্য শিল্পের প্রসার, প্রশিক্ষণ, শিক্ষা ও গবেষণা কর্মের জন্য তরুণ শিল্পী হিসেবে এ সম্মাননা দেওয়া হয়।
উল্লেখ্য, তিনি ইতোপূর্বে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে বেশ ক’টি সম্মাননা ও স্বর্ণপদক লাভ করেন। সম্মাননা প্রাপ্ত তরু শাহরিয়ার স্বর্গ (শিমুল) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে তিনি আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতি নিয়ে কাজ করছেন বলে জানান।
কেআই/
আরও পড়ুন