ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

নানা অনিয়ম আর অব্যবস্থাপনায় চলছে রাজধানীর বেশ কিছু হাসপাতাল

প্রকাশিত : ১৩:৩৬, ১০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৩৬, ১০ সেপ্টেম্বর ২০১৬

নানা অনিয়ম আর অব্যবস্থাপনায় চলছে রাজধানীর বেশ কিছু হাসপাতাল। এসব হাসপাতালে প্রয়োজনীয় যন্ত্রপাতি যেমন নেই, তেমনি নেই পর্যাপ্ত জনবল। অপরিষ্কার ও নোংরা পরিবেশেই চলছে চিকিৎসা সেবা। এর ব্যতিক্রম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এরইমধ্যে আধুনিক চিকিৎসা ও অক্লান্ত সেবায় রোগীদের মন জয় করেছে চিকিৎসা বিজ্ঞানের সর্বোচ্চ বিদ্যাপিঠটি। নি¤œবিত্তের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে প্রায় দুই দশক আগে রাজধানীর বাবুবাজারে গড়ে ওঠে ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল। দেড়শ শয্যার হাসপাতালটির সেবার মান এখন প্রশ্নবিদ্ধ। জরুরী বিভাগেই চলে ইসিজিসহ নানা পরীক্ষা নিরীক্ষা। নেই জেনারেটর। বিদুৎ চলে গেলে নবজাতকদের নিয়ে দুর্ভোগে পড়তে হয় স্বজনদের। চিকিৎসক মাত্র একজন। নিরাপত্তার কথা বলে বেশিরভাগ সময়েই নিজের কক্ষে দরজা বন্ধ করে রাখেন তিনি। পুরান ঢাকার চাঁদনীঘাটের মহানগর শিশু হাসপাতালের চিত্রও একইরকম। রয়েছে নানা অভিযোগ। হাসপাতালের সবকয়টি ওয়ার্ডেই বিড়ালের স্বর্গরাজ্য। খেয়ে ফেলছে রোগীদের খাবার, কামড়ে আহত করছে রোগি ও স্বজনদের। এ হাসপাতালেও একজনই ডাক্তার। এরকম দুরবস্থার জন্য জনবল সংকটকেই দায়ী করলেন তিনি। এমন বেহাল চিত্রের ঠিক উল্টো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল। নাম মাত্র মূল্যে উন্নত সেবা দিয়ে রোগীদের মনও জয় করেছে প্রতিষ্টানটি। সেবা বাড়াতে এক হাজার শয্যার আরো একটি ভবন তৈরির কথা জানালেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি