নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুকে স্বরন করলো দেশবাসী
প্রকাশিত : ১৯:২৫, ১৫ আগস্ট ২০১৬ | আপডেট: ১৯:২৮, ১৫ আগস্ট ২০১৬
জাতীয় শোক দিবসে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরন করলো দেশবাসী। সারাদেশে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন র্যালী ও শোকসভার আয়োজন করে। তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে সমৃদ্ধ দেশ গড়ার আহ্বান জানানো হয় এসব কর্মসূচিতে।
দেশজুড়ে নানা কর্মসূচিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
রাজশাহীতে শোক র্যালী বের করে মহানগর আওয়ামী লীগ। স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ।
রংপুরে জেলা প্রশাসন ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সিলেট নগরীর রেজিস্ট্রারী মাঠ থেকে র্যালী শুরু হয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
কুমিলা জেলা আওয়ামী লীগ শোক সভার আয়োজন করে।
খুলনায় জেলা প্রশাসকের উদ্যোগে শোক র্যালী বাংলাদেশ বেতার কার্যালয়ে শেষ হয়।
শোক দিবসে গাজীপুরে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
কক্সবাজারে শোক র্যালী ও আলোচনা সভা আয়োজন করে আওয়ামী লীগ।
পঞ্চগড়ে শোক র্যালিতে মুক্তিযোদ্ধা ও শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
নোয়াখালীতে আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জ পৌরভবন মাঠে সমাবেশে মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগ নেতারা বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণের আহ্বান জানান।
জাতীয় শোক দিবসে ফেনীতে শোকসভা ও দুস্থদের মাঝে খাবার বিতরন করা হয়।
ময়মনসিংহে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
এছাড়া টাঙ্গাইল, নওগাঁ, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, ফরিদুপুর, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জসহ অন্যান্য জেলায় শোক সভা ও নানা কর্মসূচির মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো হয়।
আরও পড়ুন