ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নানা রঙে সুঘ্রান ছড়াচ্ছে কাঠগোলাপ (ভিডিও)

শাকেরা আরজু, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০১, ১৭ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

গাঢ় সবুজ বড় পাতা আর নানা রঙে প্রকৃতিতে সুঘ্রান ছড়াচ্ছে কাঠগোলাপ। সারাবছরই ফোটে কাঠগোলাপ। তবে বর্ষায় হয়ে ওঠে প্রানবন্ত, স্নিগ্ধ, মায়াবী।

বৃষ্টি ভেজা দিন। হঠাৎ এক পশলা বৃষ্টিতে প্রাণ পাচ্ছে প্রকৃতি। বৃষ্টির ছোঁয়া লাগছে উচ্চ আদালতের ঘন বড় সবুজ পাতার সঙ্গে ফুটে থাকা কাঠগোলাপের গায়েও।

মাঝখানে হালকা হলুদ রঙের সাদা পাঁপড়ি ঘেরা কাঠগোলাপ। একটু কাছে নিলেই পাগল করা গাঢ় মিষ্টি ঘ্রান। এ যেন এক সুগন্ধি রাজ্য।

সাদা, লাল, গোলাপি রঙের এই কাঠগোলাপকে বিদেশী ফুলই বলা হয়। কারো কারো কাছে আবার গুলাচি, কাঠচাম্পা, গোলকচাঁপা, গৌরচাম্পা, গুলঞ্চ নামেই পরিচিত। 

প্রায় সারা বছর ফুল ফোটে। শীতে পাতা ঝরার সময় ছাড়া সব সময়ই যেনো সবুজের মায়া তৈরি করে রাখে কাঠগোলাপ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি