ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

নাফ নদীতে নৌকাডুবি, চার রোহিঙ্গার লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫২, ৩০ আগস্ট ২০১৭ | আপডেট: ১৬:০৪, ৪ সেপ্টেম্বর ২০১৭

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে রোহিঙ্গা বোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে  চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার সকালে নাফ নদীর শাহপরীর দ্বীপ পয়েন্ট থেকে চারটি লাশ উদ্ধার করা হয়।

টেকনাফে সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমিন জানান, গতকাল মঙ্গলবার গভীর রাতে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা বোঝাই একটি নৌকা নাফ নদীতে ডুবে যায়। ঘটনার পর স্থানীয়রা নৌকাটি খোঁজাখুঁজি শুরু করে।

আজ সকাল ৭টার দিকে স্থানীয়রা শাহপরীর দ্বীপের মাঝেরপাড়া নাফ নদীতে লাশ ভাসতে দেখে। পরে পুলিশ ও বিজিবি এসে চারজনের লাশ উদ্ধার করে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল উদ্দিন জানান, চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা সবাই মিয়ানমারের নাগরিক হওয়ায় পরিচয় মেলেনি। নৌকাসহ আরো অনেক রোহিঙ্গা এখনো নিখোঁজ রয়েছে।

কেআই/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি