ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

নামিবিয়ার বিপক্ষেও ডাচদের জয়রথ অব্যাহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩০, ১৮ অক্টোবর ২০২২

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকাকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছিলো নামিবিয়া। কিন্তু দ্বিতীয় ম্যাচে সেই ধারা বজায় রাখতে পারলো না। মঙ্গলবার প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপের ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৫ উইকেটে হেরে গেছে আফ্রিকার দলটি। 

যদিও ম্যাচের শেষ ওভার পর্যন্ত লড়াই করেছে তারা। অন্যদিকে টানা দ্বিতীয় জয়ে সুপার টুয়েলভের পথ মসৃণ করলো নেদারল্যান্ডস। নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৩ উইকেটে হারিয়েছিলো নেদারল্যান্ডস।

জিলংয়ের কারদিনিয়া ওভাল পার্কে এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামা নামিবিয়ার শুরুটা ভালো হয়নি। দলীয় ৪ রানে প্রথম উইকেট হারানোর পর ৩২ রানে দ্বিতীয় উইকেট পতন হয় তাদের।

এরপর দলের হাল ধরেন শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের নায়ক জ্যান ফ্রাইলিঙ্ক। চতুর্থ উইকেটে স্টিভেন বার্ডের সঙ্গে ৩৬ বলে ৩১ ও পঞ্চম উইকেটে অধিনায়ক গেরহার্ড এরাসমাসের সঙ্গে ৪২ বলে ৪১ রান যোগ করেন ফ্রাইলিঙ্ক। 

বার্ড ১৯ ও এরাসমাস ১৬ রানে আউট হওয়ার পর এদিনও দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন ফ্রাইলিঙ্ক। তার ৪৮ বলের ইনিংসে ১টি করে চার-ছক্কা ছিলো। এতে ২০ ওভারে ৬ উইকেটে ১২১ রানের সংগ্রহ পায় নামিবিয়া। নেদারল্যান্ডসের বাস ডি লিড ১৮ রানে ২ উইকেট নেন। 

১২২ রানের টার্গেটে দারুণ সূচনা করেন নেদারল্যান্ডসের দুই ওপেনার ম্যাক্স ও’দাউদ ও বিক্রম সিং। ৫০ বল খেলে ৫৯ রান করেন তারা। জুটিতে ৩১ বলে ৩৯ রান তুলে থামেন বিক্রম। তার ইনিংসে ৩টি চার ও ২টি ছক্কা ছিলো।

দ্বিতীয় লিডকে নিয়ে ৩৩ বলে ৩৩ রান তুলে নেদারল্যান্ডসের জয়ের পথ সহজ করেন ম্যাক্স ও’দাউদ। দলীয় ৯২ রানে আউট হওয়া ও’দাউদ ১টি করে চার-ছক্কায় ৩৫ বলে ৩৫ রান করেন। 

১৬তম ওভারে ৬ রানে ২ ও ১৭তম ওভারটি উইকেট মেডেন হলে চাপে পড়ে নেদারল্যান্ডস। ৫ উইকেট হাতে নিয়ে শেষ ৩ ওভারে ২০ রান দরকার পড়ে ডাচদের। ১৮তম ওভারে ৬ ও ১৯তম ওভারে ৮ রানে ওঠে। শেষ ওভারে ৬ রানের দরকার পড়লে প্রথম বলেই চার মারেন লিড। আর তৃতীয় বলে ২ রান নিয়ে নেদারল্যান্ডসকে জয় এনে দেন লিড। 

৩০ বলে ২টি চারে ৩০ রানে অপরাজিত থাকেন লিডে। তার সঙ্গে ৯ বলে ৮ রান তুলে অপরাজিত থাকেন টিম প্রিঙ্গল। নামিবিয়ার জে জে স্মিথ ২৪ রানে ২টি উইকেট নেন। ম্যাচ সেরা হন বাস ডি লিড।

এদিকে, এই জয়ে ২ ম্যচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নেদারল্যান্ডস। সমান ম্যাচে ১টি করে জয়-পরাজয়ে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে নামিবিয়া।

আগামী ২০ অক্টোবর গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে নেদারল্যান্ডস। আর একই দিন সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে নামিবিয়া।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি