ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

নামে ঢাকা শহর কিন্তু দেখা যায় গ্রামের মতই (ভিডিও)

অখিল পোদ্দার

প্রকাশিত : ১২:৪৪, ৯ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১৩:০০, ৯ সেপ্টেম্বর ২০২২

ওয়ার্ডের সংখ্যা বাড়লেও সেবার মান কমেছে সিটি করপোরেশনে। ট্যাক্স দিয়েও বাঁশের সাঁকোয় পার হতে হয় রাজধানীবাসীর। পাকা তো দূরে থাক, কাঁচা রাস্তাও নেই বহু এলাকায়। সবমিলে গ্রামের চেয়েও দুর্বিষহ এখানকার যোগাযোগ ব্যবস্থা।

সিটি করপোরেশন দক্ষিণের ৭৫ নম্বর ওয়ার্ড। পারাপারের মাধ্যম বাঁশের ঝুঁকিপূর্ণ সেতু। ২০১৭ সালের আগে নাসিরাবাদ ইউনিয়ন বিলুপ্ত হয়ে খিলগাঁও থানা সংলগ্ন এলাকাটি প্রশাসনিক ওয়ার্ডের অন্তর্ভূক্ত হয়। কথা ছিল, সিটির আওতায় ট্যাক্স বাড়লেও জনগনের সুবিধা বাড়বে তার চেয়ে অধিক। কিন্তু ৫ বছরেও দুঃখ ঘোচেনি। 

"এই এলাকায় প্রায় ২০ হাজার মানুষের বাস, কিন্তু ট্যাক্স দিয়েও আমরা সে অনুযায়ী কোনো সুবিধা পাইনা।" বলছেন এলাকার একজন বাসিন্দা। 

আরেকজন বলেন, "বর্ষায় রাস্তাও ডুবে যায়, তখন যাওয়া আসা খুব কষ্ট হয়ে যায়।" 

জনপ্রতিনিধিরা আসে যায় আশ্বাস দেয় কিন্তু কোনো লাভ হয়না বলেও জানান স্থানীয়রা। 

রাজধানীর দুই সিটি করপোরেশনের নতুন ওয়ার্ডগুলোতে এমন দুর্দশা হরহামেশাই। কোথাও রাস্তা আছে কিন্তু পিচ ঢালাই হয়নি। আবার যা-ও আছে তাতে চলা বেশ দায়। ভূক্তভোগীদের অভিযোগ, এখন গ্রামের যোগাযোগ ব্যবস্থাও সব ওয়ার্ডের চেয়ে অনেক ভালো।

একজন ভুক্তভোগী বলেন, "এটা দেখা যায় গ্রামের মতই কিন্তু নামে এটা ঢাকা শহর। এই রাস্তায় রোগী নিয়ে গেলে রোগী রাস্তাতেই মরে যাবে।" 

প্রতিশ্রুত উন্নয়নের কথা রাখেননি মেয়র। আর কাউন্সিলর খোঁজ নেন না এলাকাবাসীর।  

যোগাযোগের বেহাল অবস্থার কারণে সব দিক থেকেই পিছিয়ে পড়ছেন নতুন ওয়ার্ডের বাসিন্দারা। 

এসবি/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি