নারায়াণগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
প্রকাশিত : ০৮:৩৫, ২ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১০:৪৫, ২ ডিসেম্বর ২০১৮
নারায়ণগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হাসান নামে একজন নিহত হয়েছেন। র্যাব জানায়, নিহত হাসান তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও মাদক বিক্রেতা। এসময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আজ রোববার ভোরে শহরের শহীদনগর এলাকায় এ ঘটনা ঘটে। এতে র্যাবের দুই সদস্যও আহত হয়েছেন।
র্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আলেপ উদ্দিন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার অভিযানে গেলে শীর্ষ সন্ত্রাসী ও মাদক বিক্রেতা হাসান র্যাব সদস্যদের লক্ষ্য করে বাড়ির ভেতর থেকে গুলি শুরু করেন। পরে র্যাবও পাল্টা গুলি শুরু করলে ঘটনাস্থলেই হাসান গুলিবিদ্ধ হয়ে মারা যান।
তিনি বলেন, এসময় হাসানের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুই হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া তার নামে বিভিন্ন থানায় ২০টিরও বেশি মামলা রয়েছে।
এসএ/
আরও পড়ুন