নারীকে হেনস্তাকারী পুলিশ সদস্যকে চিহ্নিত করা যায়নি (ভিডিও)
প্রকাশিত : ২০:৪৯, ৩ এপ্রিল ২০২২ | আপডেট: ২২:০৭, ৩ এপ্রিল ২০২২
কপালে টিপ পরার কারণে নারীকে হেনস্তা করা পুলিশ সদস্যকে এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে অপরাধীকে পুলিশ দ্রুতই আইনের আওতায় আনবে বলে আশা ভুক্তভোগীর। পুলিশের দাবি, অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনার প্রতিবাদের টিপে ভাসছে সোশ্যাল মিডিয়া।
শনিবার সকালে ফার্মগেটের রাস্তা দিয়েই নিজের চিরচেনা তেজগাঁও কলেজে যাচ্ছিলেন থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষিকা। তার কপালে ছিল বড় টিপ।
হঠাৎই পেছন থেকে শুনতে পান, টিপ পরার কারণে কেউ তাকে অশ্রাব্য ভাষায় গালি দিচ্ছেন। ঘুরেই দেখেন মোটরসাইলে বসা এক পুলিশ সদস্য। প্রতিবাদ করতেই শুরু হয় বাক-বিতন্ডা।
এমন ঘটনার পর কলেজে ফিরে সহকর্মীদের সহায়তায় থানায় যান ভুক্তভোগী শিক্ষিকা ড. লতা সমাদ্দার, দায়ের করেন অভিযোগ।
তিনি অভিযোগ করে বলেন, ‘হেঁটে কলেজের দিকে যাওয়ার সময় হুট করে পাশ থেকে মধ্যবয়সী, লম্বা দাড়িওয়ালা একজন- ‘টিপ পরছোস কেন’ বলেই বাজে গালি দেন তাকে। ওই মধ্যবয়সী ব্যক্তির গায়ে পুলিশের পোশাক।
এ নিয়ে ফোনে ডিএমপির শেরেবাংলা নগর থানার ওসি উৎপল বড়ুয়া জানিয়েছেন, অভিযুক্তকে এখনো শনাক্ত করা যায়নি।
এদিকে, শিক্ষিকাকে কটূক্তি করা পুলিশ সদস্যের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি উঠেছে জাতীয় সংসদে। সরকারি দলের সংরক্ষিত আসনের সাংসদ সুবর্ণা মুস্তাফা বলেন, ‘দল-মত নির্বিশেষে বিশেষ করে নারী সমাজের জন্য অত্যন্ত ঘৃণিত একটি ঘটনা। ইভটিজিং আমরা শুনে এসেছি। বখাটে ছেলেরা স্কুলের বাচ্চাবাচ্চা মেয়েদের ইভ টিজ করে। সেই পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রিত। কিন্তু আমি যখন দেশের আইনরক্ষাকারী কাউকে ইভটিজিংয়ের ভূমিকায় দেখি, তখন সেটা আমাদের সবার জন্য অত্যন্ত লজ্জাজনক।’
জনপ্রিয় এই অভিনেত্রী প্রশ্ন তুলে বলেন, ‘বাংলাদেশের কোন সংবিধানে, কোন আইনে লেখা আছে যে একজন নারী টিপ পরতে পারবে না। এখানে হিন্দু-মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ এমনকি সে বিবাহিত না বিধবা সেটা বিষয় নয়...একটি মেয়ে টিপ পরেছে। তিনি একজন শিক্ষক। রিকশা থেকে নামার পর দায়িত্বরত পুলিশ অফিসার তাকে টিজ করেছে।’
এদিকে, প্রতিবাদে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। কপালে টিপ পরা ছবি পোস্ট করেছেন অসংখ্য নারী। এমনকি পুরুষরাও।
অভিনব প্রতিবাদ জানিয়েছেন ছোট পর্দার অভিনেতা মনোজ প্রামাণিক। তিনি নিজের কপালে টিপ দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন। সেই পোস্টে কিছু না লিখলেও নিরবভাবেই কঠোর প্রতিবাদ জানিয়েছেন। তার সেই পোস্টে জমা পড়েছে নেটজনতার প্রশংসাসূচক বাক্য। বেশির ভাগ নেটাগরিক তার এই প্রতিবাদকে সম্মতি জানিয়েছেন। পাশাপাশি সাধুবাদ দিয়েছেন।
ভিডিওতে দেখুন-
এনএস//
আরও পড়ুন