ঢাকা, শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫

নারীদের জন্য সংরক্ষিত আসন, মানেন না ইসলামী আন্দোলনের নেতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৩, ১৭ জানুয়ারি ২০২৫ | আপডেট: ২০:০১, ১৭ জানুয়ারি ২০২৫

জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন মানেন না, বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

তিনি বলেছেন, নারীদের জন্য সংরক্ষিত আসন মানি না। আমরা কোটাবিরোধী আন্দোলন করেছিলাম, এখন আর কোটা চাই না। নারীরা সরাসরি নির্বাচন করবে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৫ম জাতীয় কনভেনশনের তিনি এ কথা বলেন।

ফয়জুল করীম বলেন, অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার করছে। তার মধ্যে রাষ্ট্র সংস্কার আছে। অনেকে সংস্কার চায় না, নির্বাচন চায়। আগে সংস্কার, পরে হবে নির্বাচন।

তিনি বলেন, যারা সংস্কারে বাধা দিচ্ছেন তারা দীর্ঘ ১৬ বছর কোথায় ছিলেন? বলেছিলেন ঈদের পর আন্দোলন করবেন, সেই আন্দোলন কই গেল? ৫ আগস্টের পর আবারও চাঁদাবাজি দেখলাম। কিন্তু বাংলাদেশের মানুষ চাঁদাবাজি দেখতে চায় না।

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, এখন চাঁদাবাজি, দুর্নীতিবাজ, দখলবাজদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আমাদের আন্দোলন এখনও শেষ হয় নাই।

ফয়জুল করীম বলেন, বিচার বিভাগকে স্বাধীনতা দিতে হবে। বিচার বিভাগ স্বাধীন না হলে ভালো ও কল্যাণমুখী রাষ্ট্র হতে পারে না। যুবসমাজ জাগ্রত হলে জাতি জাগ্রত হয়।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি