ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

নারীনেত্রী রাখী দাশ পুরকায়স্থ আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২২, ৭ এপ্রিল ২০২০

নারীনেত্রী ও বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রাখী দাশ পুরকায়স্থ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।    

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে ভারতের গুয়াহাটি অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রাখীদাশ মুক্তিযোদ্ধা, ন্যাপ-সিপিবি-ছাত্র ইউনিয়ন যৌথ গেরিলা বাহিনীর অন্যতম সংগঠক, ঐক্য ন্যাপের সভাপতি, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক পঙ্কজ ভট্টাচার্যের সহধর্মীনি।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীনেত্রী ও মুক্তিযোদ্ধা রাখীদাশ পুরকায়স্থের মৃত্যুতে শোক বার্তায় তার পবিত্র আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এছাড়াও তার মৃত্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি