নারীর অন্তর্বাসে ২৪ সোনার বার
প্রকাশিত : ১৬:২০, ৯ জানুয়ারি ২০১৮
২৪টি সোনার বারসহ জান্নাতুল ফেরদৌস (২৩) নামের এক নারীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদস্যরা। জব্দ করা সোনার ওজন ২ দশমিক ৭৮৫ কেজি। এই সোনার দাম আনুমানিক এক কোটি ৩৯ লাখ টাকা।
আজ বেলা সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই নারীকে আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, আটক নারী স্বর্ণগুলো অন্তর্বাসে লুকিয়ে আনেন। তার বাড়ি নরসিংদী জেলায়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান জানিয়েছেন, বেলা সাড়ে ১১টার দিকে ইউএস-বাংলার বিএস ৩২২ ফ্লাইটটি চট্টগ্রাম হয়ে ঢাকায় অবতরণ করার পর জান্নাতুল ফেরদৌস নামের ওই নারীকে আটক করা হয়।
জব্দ হওয়া সোনা বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হবে বলে জানান ড. মইনুল খান। আটক নারীকে জিজ্ঞাসাবাদ করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
একে// এআর
আরও পড়ুন