নারীর উন্নয়ন ব্যতীত দেশের উন্নয়ন সম্ভব নয় : স্পিকার
প্রকাশিত : ২১:৪৭, ১৪ ডিসেম্বর ২০১৭
নারীর উন্নয়ন ব্যতীত দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জের সরকারি আকবর আলী কলেজ মাঠে উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগ আয়োজিত ‘নারীর ক্ষমতায়ন ও বাল্য বিয়ে রোধ’ শীর্ষক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, নারীর ক্ষমতায়ন ও বাল্য বিয়ে দুটি গভীরভাবে সম্পর্কিত। নারীর ক্ষমতায়ন বাল্য বিয়ে রোধে বড় ভূমিকা পালন করতে পারে। তবে এক্ষেত্রে মা বোনদের সবার আগে এগিয়ে আসতে হবে। তারা নিজেরা সচেতন হলে বিশেষতঃ বাল্য বিয়ে রোধের এই বড় কর্মযজ্ঞ দ্রুত সফলতার মুখ দেখবে। দেশের অর্ধেক নারী। তাই এদের উন্নয়ন ব্যতিরেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।
তিনি বলেন, বাল্য বিয়ে রোধে সর্বাগ্রে প্রয়োজন নারী শিক্ষা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নারী শিক্ষা প্রসারে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন। একই সঙ্গে মাতৃমৃত্যু রোধে দেশের গ্রামাঞ্চলে এই সরকারের প্রতিষ্ঠিত কমিউনিটি ক্লিনিকগুলো বড় ভূমিকা পালন করছে। এসব সেবা প্রতিষ্ঠানের কার্যক্রম বাল্য বিয়ে রোধে উল্লেখ্যযোগ্য অবদান রাখছে। ছেলেদের পাশাপাশি মেয়েরা আজ পড়ালেখায় এগিয়ে এসেছে। নারীদেরকে স্বাবলম্বী করতে শেখ হাসিনার সরকার সেলাই প্রশিক্ষণ সহ নানা কর্মসৃজন প্রকল্প বাস্তবায়ন করছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে নারীরা যেমন প্রতিষ্ঠিত হবে, সেই সাথে সরকারের ২০২০-২০২১ রূপকল্প বাস্তবায়িত হবে।
মীর শহিদুল ইসলাম পুন্নুর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ম. ম আমজাদ হোসেন মিলন, সিরাজগঞ্জ ও পাবনার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম, নারী নেত্রী মাহিন ইমাম, সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন হাবিব, পৌর মেয়র এসএম নজরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য রিবলী ইসলাম কবিতা ও মোমেনা আলী বিজ্ঞান স্কুলের ১০ম শ্রেনীর শিক্ষার্থী প্রাপ্তি সাহা প্রমুখ বক্তব্য রাখেন।
//এমআর
আরও পড়ুন