ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে কাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত : ১৯:৩২, ২ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৯:৩২, ২ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

Women Cricket finalনারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে কাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি ইডেন গার্ডেন্সে শুরু হবে বাংলাদেশ সময় ৩টায়। ২০১০ সাল থেকে টানা তিনবার শিরোপা জিতে নিজেদের দখলে রেখেছে অস্ট্রেলিয়ার মেয়েরা। আর এবারও জয়ের জন্য মরিয়া হয়ে আছে চ্যাম্পিয়নরা। অন্যদিকে এবারই প্রথম বারের মত ফাইনালে উঠে বিশ্বকাপের শিরোপার স্বাদ পেতে চায় ওয়েস্ট ইন্ডিজ। প্রতিপক্ষকে ভয় পাওয়ার মত কিছুই নেই । নিজেদের সেরাটা দিতে পারলে অজিদের হারানো অসম্ভব নয় বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক স্টাফানি টেলর।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি