ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নারী পুরুষ একে অন্যের পরিপূরকঃ তুরিন আফরোজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৭, ৮ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

নারী পুরুষ পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয় বরং একে অন্যের পরিপূরক। নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় পরিবার, সমাজ এবং রাষ্ট্রে উৎকর্ষতা সাধিত হয় বলে মন্তব্য করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ।

আজ বৃহস্পতিবার ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে নারী দিবস উপলক্ষে ‘কনসার্ট ফর উইমেন’ শিরোনামে দিনব্যাপী সংগীতানুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ অনুষ্ঠানের আয়োজন করে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।

তুরিন আফরোজ বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। সেই নারী বাহিরে রেখে দেশ উন্নয়ন সম্ভব নয়।একজন পুরুষের অবশ্যই  নারীর প্রতি পরিপূর্ণ শ্রদ্ধাবোধ থাকতে হবে। পুরুষের অবশ্যই মনে রাখতে হবে নারী হচ্ছে তার মা, ভগ্নী, কন্যা, প্রেয়সী । তাই একজন নারীকে অপমান করা মানে সেই সব সম্পর্কেও অপমান করা।

তুরিন আফরোজ নারীদেরকে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, অধিকার কেউ স্বেচ্ছায় দেয় না।  অধিকার আদায় করে নিতে হয় এবং সেই অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের পরিচালক ও ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি