নারী ফুটবল দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
প্রকাশিত : ১১:০৪, ১৪ আগস্ট ২০১৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা চ্যাম্পিয়নশীপে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ দল আজ ভুটানের চাংলিমিথাং ফুটবল স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা চ্যাম্পিয়নশীপের খেলায় নেপালকে ৩-০ গোলে হারিয়ে ‘গ্রুপ-বি’ চ্যাম্পিয়ন হয়।
আজ (সোমবার) এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ নারী ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সংশ্লিষ্ট কর্মকর্তাদের নেপালের বিরুদ্ধে বিজয়ের জন্য অভিনন্দন জানান।
বাংলাদেশ আগামি ১৬ আগস্ট দ্বিতীয় সেমিফাইনালে ভুটানের বিরুদ্ধে খেলবে। প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ভারত ও নেপালের মধ্যে। এর আগে গত ৯ আগস্ট প্রথম ম্যাচের দ্বিতীয় পর্যায়ে বাংলাদেশ পাকিস্তানকে ১৪-০ গোলে উড়িয়ে দেয়।
সূত্রঃ বাসস
কেআই/