ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নার্গিস দত্ত হয়ে ফিরছেন মণীষা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৬, ৬ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বলিউডের ‘কুইন’ মণীষা কৈরালা। ৯০’র দশকে তাঁকে এ বিশেষণ দেওয়াই যেতো। কারণ শাহরুখ খান থেকে আমির খান, কিংবা অনিল কাপুর, সবার সঙ্গেই স্ক্রিন শেয়ার করেছেন তিনি। কিন্তু হঠাৎ করে ক্যান্সাররের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে অনেকদিন পর্দার আড়ালে চলে যান এই নায়িকা। সেই ক্যান্সারকে হারিয়েছেন তিনি। এরপর থেকে ভক্তরা আবারও মণীষা কৈরালার সেকেন্ড ইনিংস দেখতে উদগ্রিব। তবে এবার জল্পনা শেষ হওয়ার সময় এসেছে। শিগগিরই পর্দায় বাজিমাত করতে ফিরছেন মনীষা। তাও আবার ‘নার্গিস দত্ত’ হয়ে।

বলিউডে খবর প্রকাশ হয়েছে যে- সঞ্জয় দত্তের বায়পিকে নার্গিস হচ্ছেন মণিষা। সঞ্জয় দত্তের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সঞ্জয় দত্তের চরিত্রে রণবীর কাপুরের অভিনয় নিয়ে যখন জোর জল্পনা শুরু হয়েছে, সেই সময় মণিষা কৈরালার নার্গিস লুক নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে।

প্রসঙ্গত পরিচালক রাজকুমার হিরানির ওই সিনেমায় রণবীর কাপুর, মণিষা কৈরালার সঙ্গে একই ফ্রেমে দেখা যাবে দিয়া মির্জা, সোনাম কাপুর, অনুষ্কা শর্মা এবং বিকি কৌশলকে।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি