নাশকতার মামলায় শ্রমিক দল নেতাসহ আটক ৪
প্রকাশিত : ১৫:১৪, ১৯ নভেম্বর ২০২৩

নাশকতার মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৬৩ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আবু বক্করসহ ৪ জনকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১০ এর উপপরিচালক সহকারি পরিচালক (অপস্) আমিনুল ইসলাম।
র্যাব জানিয়েছে, শনিবার দিবাগত রাতে র্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন ডিএসসিসি’র ৬৩ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মো. আবু বক্কর (৫৭), ৬২ নম্বর ওয়ার্ড যুবদলের আহবায়ক মো. আলী আকবর (৪৪), শ্রমিক দলের সদস্য সচিব মো. জিয়াউল হাসান খান (৪০) ও ৪৮ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের আহবায়ক মো. শুক্কুর আলী (৫২)।
র্যাব জানায়, গত ২৮ অক্টোবর থেকে বিএনপি-জামায়তের নেতাকর্মীরা অবরোধের নামে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বাস, ট্রাক, সিএনজি, লেগুনা, এ্যাম্বুলেন্সসহ বিভিন্ন পরিবহন ভাংচুর ও ককটেল নিক্ষেপ বা দাহ্য পদার্থ দিয়ে বাসে অগ্নিসংযোগ করে। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্যদের ইট-পাটকেল নিক্ষেপ করে ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে।
র্যাব বলছে, গ্রেফতারকৃতরা ডিএমপির যাত্রাবাড়ী থানার নাশকতা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন সময় নাশকতার পরিকল্পনার সাথে তাদের সম্পৃক্ততা থাকার কথা অকপটে স্বীকার করেছেন।
এছাড়া ইতোপূর্বে তারা রাজধানীর যাত্রাবাড়ী, সায়দাবাদ, ধোলাইপাড়, গোলাপবাগ, ডেমরা, দনিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাড়ী ভাংচুর, বাসে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরণের নাশকতামূলক কার্যক্রমের সাথে সরাসরি জড়িত ছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে।
এএইচ
আরও পড়ুন