ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

নাশকতার মামলায় ১৫ জনের যাবজ্জীবনসহ ২৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

প্রকাশিত : ২০:৩১, ২ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২০:৩১, ২ ফেব্রুয়ারি ২০১৬

জামায়াত-বিএনপি’র হরতাল-অবরোধে সিরাজগঞ্জের ফকিরতলা বেইলি ব্রীজে নাশকতার মামলায় ১৫ জনের যাবজ্জীবনসহ ২৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে । মঙ্গলবার বিকেলে রাজশাহীর দ্রুত বিচার আদালতের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান রায় ঘোষণা করেন । রায়ে একইসঙ্গে মামলার আরো ৩২ আসামিকে খালাস দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ১১ জন আদালতে উপস্থিত ছিলেন। বাকি ১৭ আসামি পালাতক রয়েছেন। ২০১৩ সালে ১১ ডিসেম্বর সিরাজগঞ্জের ফকিরতলা বেইলী ব্রীজের পাটাতন তুলে সড়ক সংযোগ বিচ্ছিন্ন করে ফেলে।  বাধা দিলে পুলিশের ওপরও হামলা চালায় তারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি