ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

নাশকতায় রেলওয়েকে ব্যবহার করছে বিএনপি-জামায়াত: রেলমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৭, ১৯ ডিসেম্বর ২০২৩

রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মা ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, নাশকতার প্রধান হাতিয়ার হিসেবে রেলওয়েকে ব্যবহার করছে বিএনপি-জামায়াত। 

রেলে নাশকতার বিষয়ে আজ মঙ্গলবার রেল ভবনে সংবাদ সম্মেলনে একথা বলেন রেলমন্ত্রী।

মন্ত্রী বলেন, বর্তমানে রেল চলাচলে হুমকি তৈরি হয়েছে। এক্ষেত্রে প্রত্যেকের সহযোগিতা দরকার। রাজনৈতিক কর্মসূচির সঙ্গে রেলকে সম্পৃক্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এগুলো প্রতিটি ফৌজদারি অপরাধ। 

রেলমন্ত্রী বলেন, যাত্রী হয়ে ভেতরে ঢুকে ট্রেনে নাশকতা করলে রেলকে নিরাপদ করা সম্ভব না। ২০১৩-১৪ সালেও একই ঘটনা ঘটিয়েছে। বাসের বদলে ট্রেনকেই এখন প্রধান হাতিয়ার করা হচ্ছে। পরিকল্পিত দুর্ঘটনা ঘটাতে ফিশপ্লেট খুলে দিচ্ছে তারা।

তিনি বলেন, একের পর এক রেলে নাশকতা করে কেউ পার পাবে না। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

ঘটনার সুষ্ঠু তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। 

এদিকে, একমাত্র সন্তান খোকনকে না পেয়ে এদিকে-সেদিক ছুটাছুটি করছেন মা বকুল আক্তার। ছেলের বাসায় বেড়াতে নেত্রকোনা থেকে ট্রেনে কমলারপুর হয়ে নারায়ণগঞ্জ যাওয়ার কথা ছিলো তার। ভোরে দুর্বৃত্তদের দেয়া আগুনে বগিতে আটকে যায় খোকন, এরপর থেকে নিখোঁজ। 

সোমবার রাত ১১ টায় যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা হয় ট্রেনটি। পথে বিমানবন্দর স্টেশন পার হলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যেই আগুন এক বগি থেকে একাধিক বগিতে ছড়িয়ে পরে। এ ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। যার মধ্যে ১ শিশু ও ১ জন নারী যাত্রী রয়েছেন।

সম্প্রতি রেলে ২৮টি অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন অঞ্চলে। এসব ঘটনায় রেলে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি