ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নাসরীন হকের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত : ০৮:৫৩, ২৪ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

নারী আন্দোলন ও মানবাধিকার কর্মী নাসরীন হকের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের ২৪ এপ্রিল মৃত্যুবরণ করেন তিনি।

নারীর ন্যায্য পাওনা ও সাধারণ মানুষের অধিকার আদায়ে জাগ্রত এক চেতনার নাম নাসরীন হক। শোষণ, নির্যাতন ও বৈষম্যের শিকার মানুষের পক্ষে সোচ্চার ছিলেন তিনি। তার বর্ণাঢ্য কর্মজীবন উৎসর্গ করেছিলেন অধিকার বঞ্চিত মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায়।

নাসরীন হক বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের গবেষণা বিভাগে কর্মজীবন শুরু করেন। পরে হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সিনিয়র পলিসি অ্যাডভাইজার ও পরে অ্যাকশনএইডের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন।

তার স্মরণে নারীপক্ষ আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর ছায়ানট ভবনে ‘সুদিনের প্রত্যাশায়, তোমাকে’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে। নারীপক্ষের সদস্য ছিলেন তিনি। এবারের অনুষ্ঠান গান, কবিতা, নাটিকা ‘সুলতানার স্বপ্ন’ ও নাচ ‘আমি চিত্রাঙ্গদা’ দিয়ে সাজানো হয়েছে।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি