ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নায়ক থেকে সংবাদপত্রে জায়েদ খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২০, ৯ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ফ্যাসিস্ট হাসিনার পতনের সময়ে তার দোসরেরা অনেকেই তল্পাতল্পি গুছিয়ে দেশ থেকে পালিয়েছে। তাদের মধ্যে অন্যতম বাংলাদেশের তথাকথিত চিত্রনায়ক জায়েদ খান। সিনেমা রেখে এবার সাংবাদিকতায় যুক্ত হয়েছেন তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র 'ঠিকানা'। সমসাময়িক সময়ে চালু হয়েছে সংবাদপত্রটির অনলাইন ভার্সন ও ডিজিটাল প্ল্যাটফর্ম। যা ইতিমধ্যেই পেয়েছে বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয় অর্জন করেছে। অবশেষে সেই 'ঠিকানা' পত্রিকায় যোগ দিলেন জায়েদ খান।

জানা যায়, পত্রিকাটিতে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। পত্রিকাটির ডিজিটাল প্লাটফর্মে বিনোদনমূলত একটি টকশো উপস্থাপনা করবেন জায়েদ।

সম্প্রতি নিউইয়র্ক থেকে উচ্ছ্বাস প্রকাশ করে জায়েদ খান জানান, প্রথম কোনো কিছু সব সময়ই স্পেশাল। প্রথমবার দর্শক আমাকে উপস্থাপক হিসেবে দেখবেন। আমি খুব এক্সাইটেড এবং নার্ভাস। দর্শক কীভাবে আমাকে গ্রহণ করে সেটি দেখার অপেক্ষায়। দেশের চলচ্চিত্র ও সংস্কৃতি তুলে ধরবো অনুষ্ঠানটির মাধ্যমে।

এসময় তিনি আরও বলেন, বিদেশের মাটিতে ঠিকানা দেশের জন্য কাজ করছে। বাংলা ভাষাভাষীদের জন্য কাজ করে যাচ্ছে। তারা আমাকে এমন একটি আয়োজনে রাখায় কৃতজ্ঞতা জানাচ্ছি।

তুমুল সমালোচিত এই নায়কের বড় পর্দায় অভিষেক ঘটেছিল ২০০৬ সালে 'ভালোবাসা ভালোবাসা' সিনেমার মাধ্যমে। পরবর্তীতে প্রেম করবো তোমার সাথে, নগর মাস্তান, ভালোবাসা সীমাহীন, অন্তর জ্বালা, সোনার চরসহ অনেক সিনেমায় দেখা গেছে তাকে।

প্রসঙ্গত, অভিনেতাদের সংগঠন 'শিল্পী সমিতি'র তিনবারের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে বিশেষভাবে আলোচনায় আসেন জায়েদ খান। এরপর নানা তর্ক-বিতর্কের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন জায়েদ খান।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি