ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নায়িকা থেকে গায়িকা ঐশ্বরিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৮, ৩০ জুন ২০১৭ | আপডেট: ০৯:৫৫, ৪ জুলাই ২০১৭

ছবি: ঐশ্বরিয়া রাই বচ্চন

ছবি: ঐশ্বরিয়া রাই বচ্চন

Ekushey Television Ltd.

নায়িকারা কখনও গায়িকার ভূমিকাও পালন করে। অবশ্যই এই ট্রেন্ড অবশ্য বলিউডে নতুন কিছু নয়। প্রিয়ঙ্কা চোপড়া, আলিয়া ভাট, শ্রদ্ধা কপূর বা পরিণীতি চোপড়া অনেকেই এই ভূমিকা নেন।

এবার সম্ভবত সেই পথে পা বাড়াবেন ঐশ্বরিয়া রাই বচ্চনও। পরিচালক রাকেশ ওম প্রকাশ মেহেরার ‘ফ্যানি খান’-এ নাকি প্রথমবারের মতো গান গাইতে শোনা যাবে বচ্চন বধূকে।

প্রায় ১৭ বছর পর এই ছবিতে জুটি বাঁধবেন ঐশ্বর্যা ও অনিল কপূর। মুম্বই মিররের খবর অনুযায়ী, এই ছবিতে গান গাইবেন ঐশ্বরিয়া।

তবে ঐশ্বরিয়া এখনও এ নিয়ে মুখ খোলেননি। ছবির সহ প্রযোজক প্রেরণা আরোরা বলেন, ‘এই ছবিতে ঐশ্বরিয়াকে দেখে সকলে চমকে যাবেন।

জজবা এবং সর্বজিত্-এ যে সিরিয়াস চরিত্রে তাঁকে দেখা গিয়েছে তার থেকে একেবারে আলাদা ভাবে দেখা যাবে এবার।’

প্রসঙ্গত, ২০০০-এ মুক্তিপ্রাপ্ত ডাচ ছবি ‘এভরিবডিস ফেমাস’-এর হিন্দি ভার্সান হল ‘ফ্যানি খান’। আগামী অগস্ট থেকে শুরু হবে শুটিং। অক্টোবরের মধ্যেই শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রেরণা। 

 

সুত্র: আনন্দবাজার পত্রিকা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি