না ফেরার দেশে খাজা রহমতউল্লাহ
প্রকাশিত : ২২:০২, ২৪ অক্টোবর ২০১৭
বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় হকি দলের সাবেক খেলোয়াড় খাজা রহমতউল্লাহ আর নেই। আজ বিকাল পাঁচটায় তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।
আজ মঙ্গলবার বিকালের দিকে তিনি নারায়ণগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে হঠাৎ অসুস্থ বোধ করলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) নেওয়া হয়। পরে বিএসএমএমইউ’র চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
মাত্র দু’দিন আগেও ছিলেন খুব কর্মব্যাস্ত একজন মানুষ। তাঁর হাত দিয়েই ৩২ বছর পর ঢাকার মাটিতে অনুষ্ঠিত হলো এশিয়া কাপ হকি। আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে তিনি সফলতার মুখও দেখেছেন। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
বর্ণিল খেলোয়াড়ি জীবন তিনি ছিলেন জাতীয় দলের নিয়মিত সদস্য। তিনি আবাহনীতেও খেলেছেন। তাঁর অকালমৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমেছে শোকের ছায়া।
আর