ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

নিউইয়র্কে আউয়াল চৌধুরীর ‘অর্থনৈতিক সাংবাদিকতা’ বই এর মোড়ক উন্মোচন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৯, ২৪ আগস্ট ২০২৩ | আপডেট: ২২:৩৩, ২৪ আগস্ট ২০২৩

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিশিষ্ট সাংবাদিক ও লেখক আউয়াল চৌধুরীর 'অর্থনৈতিক সাংবাদিকতা' বই এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

বুধবার (২৩ আগষ্ট) নিউইয়র্কের ব্রুকলিনের চার্চ ম‍্যাকডোনাল্ড এর নোয়াখালী সোসাইটির অডিটরিয়ামে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক মেয়র অফিস কমিউনিটি ইউনিট এর মোহাম্মদ ভাই।

বইটির মোড়ক উন্মোচনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (আসাল) এর সাধারণ সম্পাদক মোহাম্মদ করিম চৌধুরী, লেখক ও কলামিস্ট শামছুদ্দিন আজাদ, প্রো হেল্থ হোম কেয়ার ও টিডিএস ইন্স‍্যুরেন্স ব্রোকারেজ এর ডিরেক্টর শিক্ষাবিদ মামুনুর রশিদ, সাংবাদিক ও কমিউনিটি ব‍্যক্তিত্ব প্রফেসর সৈয়দ জহির উদ্দিন আজাদ, রাজনীতিবিদ ও সামাজিক ব‍্যক্তিত্ব সালেহ আহমেদ মানিক।

অনুষ্ঠানে বক্তারা বইটির প্রশংসা করে বলেন, সাংবাদিকতা অত‍্যন্ত কঠিন একটি পেশা। আর এর মধ‍্য অর্থনৈতিক সাংবাদিকতা করা আরও কঠিন একটি কাজ। অংকের হিসাবের মতোই বিশ্লেষণ করে রিপোর্ট তৈরি করতে হয়। আউয়াল চৌধুরী দীর্ঘ সময় ধরে সেই কাজটিই করে যাচ্ছেন। সাংবাদিকতার পাশাপাশি বই লিখে চলেছেন এটি সমাজ এবং জাতির জন‍্য বিশেষ উপকার।

ডেমোক্র্যাট ও পলিটিক‍্যাল এক্টিভিস্ট এবং আসাল এর সাধারণ সম্পাদক করিম চৌধুরী বলেন, আউয়াল চৌধুরী অত‍্যান্ত কষ্ট করে এ ধরণের একটি বই লিখেছেন। আমি বলবো সবাই যেন বইটি ক্রয় করে। অন‍্যদেরকে বা প্রত‍্যকটি পরিবারকে এই বই কিনতে উৎসাহিত করে। কারণ আমাদের সন্তানেরা এদেশের ইকনোমি এবং বাংলাদেশের অবস্থা সম্পর্কে জানতে পারবে। একটি সেতু বন্ধন তৈরি হবে। এটি খুব প্রয়োজন।

বইটি সম্পর্কে সাংবাদিক আউয়াল চৌধুরী বলেন, একজন সাংবাদিককে অনেক চড়াই উৎরাই পেরিয়ে একটি রিপোর্ট তৈরি করতে হয়। কখনো কখনো হুমকির মুখেও পড়তে হয়। অর্থনীতির গতি প্রকৃতি নিয়ে সাংবাদিকরাই বেশি ভুমিকা পালন করে থাকে। এ জন‍্য একটি রিপোর্ট তৈরিতে একজন সাংবাদিকের কি করা উচিৎ বা সে কোন পথে এগুবে। বাধা আসলে তার করণীয় কী। অর্থনৈতিক সাংবাদিকতার শুরু এবং বর্তমান অবস্থা ইত‍্যাদি বিষয়ে বইটিতে বিশদ আলোচনা করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও সামাজিক ব‍্যক্তিত্ব শহীদ উল্লাহ কাইছার, রাজনীতিবিদ ও ব‍্যবসায়ী রহমত উল্লাহ, লেখক ও সিনিয়র ফটোগ্রাফার আম্বিয়া বেগম, রাজনীতিবিদ ও সামাজিক ব‍্যক্তিত্ব আহসান উল্লাহ বাচ্চু, এসএ টিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি শরীফ উদ্দিন সন্দ্বীপী, যমুনা টেলিভিশনের যুক্তরাষ্ট্র প্রতিনিধি আজিম উদ্দীন অভি, জাগো নিউজের সিনিয়র রিপোর্টার মুরাদ হোসেন, বাংলাদেশ পোস্টের শাহীন হাওলাদারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি