ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

নিউইয়র্কে এপার্টমেন্টে অগ্নিকাণ্ডে নিহত ১২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৩, ২৯ ডিসেম্বর ২০১৭

নিউইয়র্কের ব্রন্স বরো এলাকায় পাঁচ তলা একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চার জন। নিহতদের মধ্যে এক বছর বয়সী শিশুও আছে।

বিষয়টি নিশ্চিত করেছে নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও। তিনি জানান, আগুন এ মুহুর্তে নিয়ন্ত্রণে আছে। তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত তা এখনও জানাতে পারেননি তিনি। এছাড়াও ভবনের বাকি বাসিন্দাদের স্থানীয় একটি স্কুলে আশ্রয় দেওয়া হয়েছে বলেও জানান নিউ ইয়র্ক সিটি মেয়র।

স্থানীয় ফায়ার সার্ভিস কার্যালয় এক টুইট বার্তায় জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় তারা অগ্নিকাণ্ডের এলার্মের সংকেত পান। ১৬০ জন দমকল কর্মী অগ্নি নির্বাপনে অংশ নেয়।

ফর্ডাম বিশ্ববিদ্যালয় এবং ব্রন্স চিড়িয়াখানার কাছেই প্রসপেক্ট এভিনিউতে অবস্থিত এ ভবনটি প্রায় ১০০ বছরের পুরনো।

সূত্র: বিবিসি।

 

//এসএইচএস//এসএইচ

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি