ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪

নিউইয়র্কে হেলিকপ্টার বিধ্বস্ত: ৫ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৯, ১২ মার্চ ২০১৮

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ইস্ট রিভারে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হলে ঘটনস্থলেই দুজনের মৃত্যু হয়।

প্রতিবেদনে বলা হয়, উদ্ধারকারী দল ইতোমধ্যে হেলিকপ্টারটি থেকে ৫ জনকেই উদ্ধার করেছে। তাদের দুজন ঘটনস্থলেই মারা যান। অপর তিনজনকে উদ্ধার করার পর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠালে সেখানে তাদের মৃত্যু ঘটে।

তবে দুর্ঘটনার কবল থেকে হেলিকপ্টারটির চালক সৌভাগ্যক্রমে বেঁচে যান। আকস্মিক এক নৌকার মধ্যে লাফ দিয়ে পড়ে নিজের জীবন রক্ষা করেন তিনি। রুসেভেল্ট দ্বীপের নিকটবর্তী একটি জায়গায় উপর থেকে ফটোশুট করার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

পুলিশ কমিশনার জেমস ও নেইল সাংবাদিকদের জানিয়েছেন, হেলিকপ্টারটির সবাই ফটোগ্রাফির কাজ করতেন। এদিকে দুর্ঘটনার পরই তদন্তে নেমেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিন্সট্রেসন।

নিউইয়র্ক সিটির মেয়রের মুখপাত্র এরিক ফিলিপস এক এক টুইট বার্তায় জানিয়েছেন, দুর্ঘটনায় হেলিকপ্টারটিতে আরোহী ৫ জনই মারা গেছেন। তবে চালক অক্ষত রয়েছেন।

সূত্র: বিবিসি
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি