ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিউক্যাসল ইউনাইটেডের সাথে ১-১ গোলে ড্র করেছে জায়ান্ট ক্লাব

প্রকাশিত : ০৯:০১, ২০ এপ্রিল ২০১৬ | আপডেট: ০৯:০১, ২০ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

EPLইংলিশ প্রিমিয়ার লিগে আবারো হোঁচট খেলো শিরোপা প্রত্যাশি ম্যানচেষ্টার সিটি। এবার অপেক্ষাকৃত দূর্বল প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেডের সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে এই জায়ান্ট ক্লাব। নিউ ক্যাসেলের মাঠে শুরুর দিকে আধিপত্য ছিলো ম্যান সিটির। এরই ধারাবাহিকতায় দলের আর্জেন্টাইন তারকা সার্জিও অ্যাগুয়েরো ১৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন। এক গোলে পিছিয়ে থেকে ধীরে ধীরে নিজের গুছিয়ে নেয় নিউ ক্যাসল। ৩১ মিনিটে আনিতা গোল করে নিউক্যাসলকে সমতায় ফেরান। বিরতির আগে এবং পরে উভয় দল প্রতিপক্ষের সীমানায় একাধিকবার আক্রমন শানায়। তবে, আর গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল। এই ম্যাচ শেষে ৩৪ খেলায় ৬১ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে ম্যান সিটি। সমান খেলায় মাত্র ২৯ পয়েন্ট নিয়ে নিউ ক্যাসেলর অবস্থান ঊনিশতম।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি