ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

নিউজিল্যান্ডকেও স্পিন বিষে কাবুর পরিকল্পনা আফগানদের

আকাশ উজ্জামান

প্রকাশিত : ১০:৫১, ১৮ অক্টোবর ২০২৩

উড়ন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা আফগানিস্তান। তবে উইলিয়ামসনের চোটে কিছুটা অস্বস্তিতে কিউইরা। নেতৃত্ব সামলাবেন টম লাথাম। এদিকে ইংল্যান্ডের মতো নিউজিল্যান্ডকেও স্পিন বিষে কাবু করার পরিকল্পনা আফগানিস্তানের। 

চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ বুধবার দুপুর আড়াইটায়। 

টানা দুই বিশ্বকাপের ফাইনাল খেলেও ট্রফি না জেতার দুঃখ ঘোচানোর লক্ষ্যেই ভারতে এসেছে নিউজিল্যান্ড। প্রথম তিন ম্যাচে সেটার প্রমাণও দিয়েছে তারা। ইংল্যান্ডের পর নেদারল্যান্ডস ও বাংলাদেশের বিপক্ষে দাপটের সাথে জিতেছে বø্যাক ক্যাপসরা।

প্রতিপক্ষ এবার আফগানিন্তান। যাদের সাথে কখনই হারেনি কিউইরা। এবারের ম্যাচ ভেন্যু চেন্নাই, পিচও স্পিন বান্ধব। এই মুহূর্তে রশিদ-মুজিবদের সমন্বয়ে বিশ্বসেরা স্পিন অ্যাটাকও আফগানদের। মাঠে নামার আগে তাই সতর্ক নিউজিল্যান্ড।

টানা তিন ম্যাচ জিতলেও দুঃসংবাদ কিউই শিবিরে। ৬ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ম্যাচে আবারও চোটে পড়েছেন কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন। চেন্নাইয়ের পিচ পরিকল্পনায় একদশে ফিরতে পারেন স্পিনার ইস সোসি। সেইসাথে পেস আক্রমণে যুক্ত হতে পারেন অভিজ্ঞ টিম সাউদি।

তিন জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে নিউজিল্যান্ড। সেমির পথে এগিয়ে থাকতে টম লাথামের নেতৃত্বে এই ম্যাচেও জয়ের ছকই আঁটছে কিউইরা।

এদিকে, এই প্রথম দুই ম্যাচে হারলেও সবশেষ ইংল্যান্ডকে হারিয়ে ছন্দে ফিরেছে আফগানরা। গুরবাজ-শহীদিদের সাথে মুজিব-রশিদদের রসায়ন মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষেও চমক দেখাতে মুখিয়ে আছে জোনাথন ট্রটের শিষ্যরা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি