ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

নিউজিল্যান্ডকে হারিয়ে আরব আমিরাতের ইতিহাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৫, ২০ আগস্ট ২০২৩

নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়লো সংযুক্ত আরব আমিরাত। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে কিউইদের ৭ উইকেটে হারিয়েছে তারা। যেকোনো ফরমেটে নিউজিল্যান্ডের বিপক্ষে এটিই প্রথম জয় আরব আমিরাতের।

দুবাই স্টেডিয়ামে অতিথিদের দেয়া ১৪৩ রানের জবাবে ৭ উইকেট ও ২৬ বল হাতে রেখেই জয় তুলে নেয় আরব আমিরাত। 

টস হেরে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। টিম সাইফার্টকে ৭ রানেই ফিরিয়ে আমিরাতকে প্রথম সাফল্য এনে দেন জাওয়াদউল্লাহ।

পরের ওভারে আয়ান পরপর দুই বলে বোল্ড করে দেন মিচেল স্যান্টনার ও ড্যান ক্লিভারকে। তার পরের ওভারে স্টাম্পড হন চ্যাড বাওয়েস। কোল ম্যাকনকিও টিকতে পরেননি বেশিক্ষণ। নিউজিল্যান্ড লড়াইয়ের পুঁজি পায় মূলত মার্ক চাপম্যানের ৪৬ বলে ৬৩ রানের সুবাদে। ৩টি করে ছক্কা ও চারে গড়া তার ইনিংসটি।

এরপর বাওয়েস ও জেমস নিশাম দুজনই করেন ২১ রান। তাতে ১৪২ রানের পুঁজি পায় সফরকারিরা।

জবাব দিতে নেমে শূন্য রানেই প্রথম উইকেট হারায় আরব আমিরাত। তবে অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম ও ওয়ান ডাউনে নামা বিজয় অরভিন্দের ৪০ রানে চাপ সামলে ওঠে তারা। বিজয় ২৫ রানে ফিরে গেলেও হাফ সেঞ্চুরি তুলে নেন ওয়াসিম। 

পরে আসিফ খানের ৪৮ ও বাসিল হামিদের ১২ রানে ৭ উইকেট ও ২৬ বল হাতে রেখে ইতিহাস গড়া জয়ের স্বাদ পেল আমিরাত।

দুবাইয়ে আট টি-টোয়েন্টি ম্যাচ খেলে প্রথমবার জিতল আরব আমিরাত।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি