ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নিউজিল্যান্ডকে ১৯৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত

প্রকাশিত : ১৮:৪৯, ২৬ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৫১, ২৮ মার্চ ২০১৭

কানপুরে সিরিজের প্রথম টেস্টে সফরকারী নিউজিল্যান্ডকে ১৯৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ৪৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ২৩৬ রানে থেমে যায় কিউইদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রান করেন লুক রচি। এছাড়া ৭১ রান আসে স্যান্টনারের ব্যাট থেকে। অন্য ব্যাটসম্যানরা ভাল করতে না পারলে হার নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা। ভারতের পক্ষে রবিচন্দ্রন অশ্বিন একাই নিয়েছেন ৬টি উইকেট। এর আগে প্রথম ইনিংসে ভারতের ৩১৮ রানের জবাবে নিউজিল্যান্ড করে ২৬২ রান। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৩৭৭ রান করে ইনিংস ঘোষণা করেছিল ভারত।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি