ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

নিউজিল্যান্ডে অনুশীলন শুরু করতে যাচ্ছে টাইগাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৫, ২০ ডিসেম্বর ২০২১

অবশেষে মঙ্গলবার থেকে নিউজিল্যান্ডে অনুশীলন শুরু করতে যাচ্ছে সফররত বাংলাদেশ ক্রিকেট দল। বিষয়টি নিশ্চিত করেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

সর্বশেষ করোনা টেস্টে দলের সবাই নেগেটিভ প্রমাণিত হয়েছেন। আর এতে কোয়ারেন্টিন থেকে বের হওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল।

সুজন জানান, মঙ্গলবার নতুন হোটেলে উঠবে বাংলাদেশ দল। এদিন থেকে দলগত অনুশীলনও শুরু করতে পারবেন মুমিনুলরা।

স্থানীয় সময় সকাল সোয়া দশটা থেকে বাংলাদেশ দল অনুশীলন শুরু হবে লিংকন বিশ্ববিদ্যালয় মাঠে। সেখানে জিম করতে পারবেন টাইগাররা, থাকবে স্বাভাবিক চলাচলের সুযোগও। 

গেলো ৮ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে টিম টাইগার্স। আর পৌঁছার পর থেকে কোয়ারেন্টিনেই সময় কাটান ক্রিকেটাররা।

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি আগামী ১ জানুয়ারি হবে বে ওভালে। আর ৯ জানুয়ারি হ্যাগলি ওভালে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি