নিউজিল্যান্ড গড়ছে রানের পাহার
প্রকাশিত : ১০:৪৫, ১ মার্চ ২০১৯ | আপডেট: ১০:৫৭, ১ মার্চ ২০১৯
নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের কোনোভাবেই যেন রান নেওয়া থেকে আটকাতে পারছে না টাইগাররা। তিন ইউকেট হারিয়ে ইতোমধ্যে তারা সংগ্রহ করে ফেলেছে ৪০০ রান।
তিন ইউকেটের মধ্যে জিত রাভেল ২২০ বল খেলে ১৩২ রান এবং ল্যাথাম ২৪৮ বল খেলে ১৬১ রান সংগ্রহ করে আউট হন। তবে ১৯ বল খেলে মাত্র ৪ রানেই সাজ ঘরে ফিরে যান রস টেইলর।
আগের দিনের ৮৬/০ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। রাভাল ও লাথাম খেলা শুরু করেন। প্রথমদিনের মতো এদিনও বাংলাদেশকে হতাশ করেন তারা। দুর্দান্ত টাইমিং ও রিফ্লেক্সে ক্রিকেটীয় শট খেলা শুরু করেন এ জুটি। স্বচ্ছন্দে এগিয়ে যান তারা।
তাতে ব্যাকফুটে চলে যান রাহী, খালেদ, মিরাজরা। পথিমধ্যে টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে নেন রাভাল। ১৬৩ বলে ১৬ চারে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। ফিফটি তুলে শতকের পথে ছিলেন লাথাম। ১৭০ বলে ১২ চার ও ২ ছক্কায় তিন অংক স্পর্শ করেন তিনি।
প্রথম জুটিতেই লিড নেয় ব্ল্যাক ক্যাপসরা। উদ্বোধনী জুটিতে ২৫৪ রান তোলে তারা। পার্টটাইমার মাহমুদউল্লাহ রিয়াদের বলে খালেদ আহমেদকে ক্যাচ দিয়ে ফেরেন রাভাল। ফেরার আগে ১৯ চার ও ১ ছক্কায় ১৩২ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি।
এ পথে লাথামের সঙ্গে অনন্য রেকর্ড গড়েন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার। বাংলাদেশের বিপক্ষে দেশের হয়ে সেরা উদ্বোধনী জুটি গড়েন তারা। এর আগে টাইগারদের বিপক্ষে কিউদের সেরা ওপেনিং জুটি ছিল ম্যাট হর্ন ও মার্ক রিচার্ডসনের। তারা গড়েন ১০৪ রানের জুটি।
পরে কেন উইলিয়ামসনকে নিয়ে জুটি গড়ে তোলেন লাথাম। তাতে রানের চাকা গড়তেই থাকে। এ অবস্থায় হঠাৎই থেমে যান লাথাম। সৌম্য সরকারের বলে মোহাম্মদ মিঠুনের অসাধারণ ক্যাচে পরিণত হন তিনি।
সাজঘরের পথ ধরার আগে ১৭ চার ও ৩ ছক্কায় ১৬১ রানের অনিন্দ্যসুন্দর ইনিংস খেলেন তিনি। অবশ্য খানিক বাদেই সৌম্যর এলবিডব্লিউ হয়ে ফেরেন রস টেইলর। তাতে রানের গতি শ্লথ হয়নি। হেনরি নিকোলসকে নিয়ে খেলছেন উইলিয়ামসন। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ উইকেটে ৪০০ রান করেছে নিউজিল্যান্ড।
এমএইচ/