ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

নিউজিল্যান্ড থেকে দেশে ফিরেছেন মাশরাফিরা

প্রকাশিত : ২১:০৪, ২২ ফেব্রুয়ারি ২০১৯

নিউজিল্যান্ডে দুঃস্বপ্নের একটি ওয়ানডে সিরিজ শেষ করে বৃহস্পতিবার রাতেই দেশে ফিরেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার সঙ্গে ফিরেছেন ওয়ানডে দলে থাকা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দীন এবং পেসার শফিউল ইসলাম।

বৃহস্পতিবার রাত পৌনে বারটার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন ওয়ানডে দলের এই তিন সদস্য। তবে সাব্বির রহমান এবং রুবেল হোসেন দেশের মাটিতে পা রাখবেন কাল (শনিবার)। আজ বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে নিউজিল্যান্ডের বিমানে উঠেছেন তারা।

বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফির জন্য এবারের নিউজিল্যান্ড সফরটা ছিল দুঃস্বপ্নের এক নাম। দল যেমন ব্যর্থ হয়েছে। অধিনায়ক হিসেবেও তিনি ছিলেন সমান ব্যর্থ। তিন ম্যাচে মাত্র একটি উইকেট পান নড়াইল এক্সপ্রেস।

সেই তুলনায় মোটামুটি ভালোই খেলেছেন সাইফউদ্দীন। তিন ম্যাচে তিনি ব্যাট হাতে করেন মোট ৯৫ রান। বল হাতে পেয়েছেন একটি উইকেটও।

তবে আরেক পেসার শফিউল ইসলাম ফিরে এসেছেন কোনো ম্যাচ না খেলেই। টিম কম্বিনেশনের কারণে তাকে একাদশে দেখা যায়নি।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি