ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

নিউজিল্যান্ড থেকে সুখবর দিলেন সুজন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৯, ১৬ ডিসেম্বর ২০২১

টাইগার টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন

টাইগার টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন

নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ ক্রিকেট দলে নতুন করে কারও করোনা পজিটিভ হয়নি বলে জানিয়েছেন টাইগার টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। যার ফলে এখন কোয়ারেণ্টাইন থেকে বের হয়ে অন্য হোটেলে যেতে পারবে বাংলাদেশের ক্রিকেটাররা।

বৃহস্পতিবার এক ভিডিওবার্তায় সুজন আরও জানান, অধিনায়ক মোমিনুল হক, মেহেদি হাসান মিরাজসহ আইসোলেশনে থাকা দলের ৯ সদস্যকে ২০ তারিখ পর্যন্ত ক্রাইস্টচার্চের হোটেলেই থাকতে হবে। তাঁদের পরীক্ষার ফল নেগেটিভ হলেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন তাঁরা। অন্যদিকে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথকে নিয়ে যাওয়া হয়েছে কোয়ারেণ্টাইন সেন্টারে।

মহান বিজয় দিবসে বিসিবির পাঠানো ওই ভিডিওবার্তায় সুজন বলেন, ‘বিজয়ের পঞ্চাশ বছরে সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের কিছু ভালো খবর আছে এখানে। আমরা মাশাআল্লাহ সবাই নেগেটিভ এসেছি আজকের রিপোর্টে।’

টাইগার টিম ডিরেক্টর বলেন, ‘আমাদের সবাইকে অনুশীলনের সুযোগ দিয়েছে। আমি ও টিম ম্যানেজার নাফিস ইকবাল এ বিষয়ে তাঁদের সঙ্গে কথা বলেছিলাম যে, কীভাবে কী করবো। তো, ওরা আজকে আমাদেরকে পজিটিভ নিউজ দিয়েছে। আজকে অনুশীলন করতেও গিয়েছিলাম। তবে বৃষ্টির কারণে অনুশীলন করতে পারিনি। এখন আমাদের জিম সেশন হবে।’

ভিডিওবার্তার শেষ দিকে খালেদ মাহমুদ বলেন, ‘কালকে (শুক্রবার) আমরা এখান থেকে বের হয়ে অন্য একটা হোটেলে যাব। যাদের হলুদ ব্যান্ড ছিল তাঁরা ২০ তারিখ পর্যন্ত এখানে থাকবে। আমরা চলে যাবার পরে, কাল থেকে জিম ব্যবহার করতে পারবে তাঁরা। পরে ২১ তারিখ আমাদের সঙ্গে যোগ দেবে। রঙ্গনা হেরাথকে কোয়ারেণ্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। বাকি সবাই সুস্থ আছি, আলহামদুলিল্লাহ।’

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি