ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নিখোঁজ ৩ জেলের মরদেহ উদ্ধার

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৭, ২৯ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১১:৩৬, ২৯ সেপ্টেম্বর ২০২১

বরগুনার বিষখালী ও বলেশ্বর নদীর মোহনা এলাকায় ট্রলারডুবির ঘটনায় তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঝড়ের কবলে পড়ে ১১ জন জেলেসহ উল্টে যায় আব্দুর রাজ্জাকের মালিকানাধীন ‘আল্লাহর দান’ নামের ট্রলারটি। এ ঘটনায় আটজনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিলেন তিন জেলে।

মৃতরা হলেন-বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা এলাকার হোচেন আলীর ছেলে ইব্রাহিম (২৮),  তোতা মিয়ার ছেলে মনির (২২)  ও বাদুরতলা এলাকার আব্দুল কুদ্দুস মুন্সির ছেলে সরোয়ার (২৫)।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ঘটনার পরপরই ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে নিখোঁজদের পরিবারের সদস্যদের নিয়ে তিন জেলেকে উদ্ধারে ট্রলার পাঠানো হয়।

তারাই ওই তিনজনের মরদেহ উদ্ধার করেন। তবে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।

কোস্টগার্ডের দক্ষিণ জোন পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার জানান, তিনজন জেলে নিখোঁজের বিষয়ে জানলেও মরদেহ উদ্ধারের তথ্য এখনো আমরা পাইনি।
এসবি/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি