ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

‘নিজস্ব আয় বাড়িয়ে প্রকল্প নিতে হবে রাজউককে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৫, ২ আগস্ট ২০১৭

রাজউকের নিজস্ব আর্থিক ও প্রতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে হবে। নিজস্ব আয় বাড়িয়ে প্রকল্প নিতে হবে। এ জন্য বেদখল হওয়া জমি উদ্ধার ও বাণিজ্যিকভবন নির্মাণ করে বরাদ্দ দিতে হবে। অনেক জমি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এগুলো দ্রুত উদ্ধার করতে হবে।

 বুধবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ভবন পরিদর্শনে গিয়ে ঊর্ধতন কর্মকর্তাদের এ নির্দেশ দেন।

তিনি বলেন, মতিঝিলে ২০ কাঠা জমির প্লটটি উদ্ধার করা হয়েছে। এ জমিতে কোন প্রকল্প গ্রহণ করা না হলে আবারো বেদখল হবে। অনেক বাণিজ্যিক ভবন যথাযথ তদারকির অভাবে রাজউক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক আবাসিক এলাকায় কোথাও কোথাও বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এসব ভবন মালিকদের কাছ থেকে যথাযথ অর্থ আদায় করে বাণিজ্যিক প্লট হিসেবে পরিবর্তন করা যায়।

তিনি বলেন, যে সব পরিকল্পিত আবাসিক এলাকায় বাণিজ্যিক প্লট রয়েছে সেগুলোর মূল্য নির্ধারণ করে দ্রুত বরাদ্দের ব্যবস্থা করতে হবে। এ প্রসঙ্গে তিনি উত্তরা আবাসিক প্রকল্পের ২১৪ একার জমির কথা বলেন। তিনি বলেন একটি প্রকল্প নিয়ে তা বাস্তবায়নে দীর্ঘ সময় ব্যয় করায় রাজউকের ওপর জনগণের আস্থা কমে যাচ্ছে। একইসাথে রাজউককে লক্ষ রাখতে হবে যে, কোন কাজে এসে জনগণ যাতে হয়নানির শিকার না হয়। এটি একটি সেবা প্রতিষ্ঠান। রাজউকের সকল কর্মকর্তা-কর্মচারিদের সে দৃষ্টি নিয়েই কাজ করতে হবে। 

 এ সময়ে রাজউকের চেয়ারম্যান মো. আব্দুর রহমান, সদস্য (পরিকল্পনা) জিয়াউল হক, সদস্য (স্টেট) মো. আমজাদ আলী, সদস্য (প্রশাসন ও অর্থ) ফারুখ আহমেদ, সদস্য (নিয়ন্ত্রণ) আসমাউল হোসেন, প্রধান প্রকৌশলী (পরিকল্পনা ও ডিজাইন) এ এস এম রায়হানুল ইসলাম, প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) আনোয়ার হোসেনসহ ঊর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরকে/এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি